ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ঐক্য আন্দোলনে বিএনপি সামনের কাতারে থাকবে: নজরুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৩৭, ১ অক্টোবর ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি শুধু বৃহত্তর ঐক্যে রাজি নয়। বৃহত্তর জাতীয় 

ঐক্যের আন্দোলনে সামনের কাতারে থাকবে। রাজপথের সব আন্দোলনে অংশ নেবে।’  

সোমবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ
সভায় তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন,‘আমাদের দাবির সঙ্গে জাতীয় ঐক্যে প্রক্রিয়ার দাবির মিল রয়েছে। ২০১৬ সালে
আমাদের নেত্রী বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো দিয়েছিলেন, এখন দেখছি আমাদের বাম
রাজনৈতিক দলগুলো, যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়াও সেই একই দাবি করেছে।’

তিনি বলেন,‘খালেদা জিয়া দাবি করেছিলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে
নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে, ইভিএম করা যাবে না, নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েন
করতে হবে। এখন এই একই দাবিগুলো বৃহত্তর ঐক্যের যাঁরা ডাক দিয়েছেন, তাঁরাও বলেছেন। আর যাঁদের সঙ্গে
আমাদের দাবি এক, তাঁদের সঙ্গে মিলে লড়াই আমরা অবশ্যই করতে পারব।’

এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে নজরুল ইসলাম খান
বলেন, ‘আমাদের সমাবেশ দেখে ওবায়দুল কাদের হতাশ হয়েছেন। কারণ, তাঁরা চিন্তাও করতে পারেননি এত অল্প
সময়ের মিটিংয়ে এত মানুষ হবে। আর সে জন্য তাদের হতাশ হওয়ারই কথা। তাদের হতাশার জন্য আমরা দুঃখ
প্রকাশ করছি।’  

সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বিএনপির
সাংগঠনিক সম্পাদক অ্যাডডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠ‌নিক সম্পাদক আবদুস সালাম আজাদ,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি